মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ সিপিআই(এম) , কংগ্রেসের পর এবার লালগোলার চাকরিপ্রার্থী আব্দুর রহমানের বাড়িতে গেলেন বিজেপি নেতৃত্ব। রবিবার বিকেলে লালগোলার সারপাখিয়া গ্রামে আব্দুর রহমানের বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে কথা বলেন বিজেপি প্রতিনিধি দলের সদস্যরা। এই ঘটনায় তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তাঁরা এবং এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি তোলেন। উল্লেখ্য গত ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার নিজের বাড়ির কাছেই চাষের জমিতে আত্মঘাতী হয়েছিলেন লালগোলার চাকরিপ্রার্থী আব্দুর রহমান। উদ্ধার হয়েছিল একটি সুইসাইড নোটও। এই ঘটনায় লালগোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে। দুদিন পর ৩০ সেপ্টেম্বর কবর থেকে তাঁর মৃতদেহ তুলে ময়নাতদন্ত করা হয়। এই ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করলেও মূল অভিযুক্ত দীবাকর কোনাই এখনও গ্রেপ্তার না হওয়ায় পুলিশি তদন্ত নিয়ে ফের সরব হয়েছেন আব্দুর রহমানের পরিবার। বিজেপি নেত্রী মাফুজা খাতুন এদিন আব্দুর রহমানে পরিবার পাশে থাকার সম্পূর্ণ আশ্বাস দিয়ে জানান , প্রয়োজনে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব জায়গাতেই বিচার চাওয়ার ক্ষেত্রে পরিবারের পাশে থাকবে বিজেপি ।
লালাগোলায় আব্দুর রহমানের বাড়িতে বিজেপি নেতৃত্ব সিবিআই তদন্তের দাবি
Published By: Madhyabanga News |
Published On: