মানোয়ারুল ইসলামঃ কলেজে নবীন বরণ ও সোশ্যাল অনুষ্ঠানের দাবিতে লালগোলা কলেজের প্রিন্সিপাল ঘেরাও করে বিক্ষোভ দেখাল পড়ুয়ারা । ছাত্র ছাত্রীদের অভিযোগ, কয়েক বছর ধরে নবীর বরণ অনুষ্ঠান এবং সোশ্যাল হয়নি লালগোলা কলেজে । বারবার লালগোলা কলেজ কতৃপক্ষকে নবীন বরণ অনুষ্ঠানের জন্য বলা হলেও তিনি তাতে তারা কর্ণপাত করেননি বলে দাবি ছাত্রদের একাংশের ।
নবীন বরণ অনুষ্ঠানের দাবিতে শুক্রবার কলেজের টিআইসিকে ঘেরাও করে বিক্ষোভ দেখান কলেজের ছাত্র ছাত্রীরা। তাঁদের দাবি জানুয়ারীর ১০ তারিখের মধ্যেই এই অনুষ্ঠান করতে হবে এবং তাঁদের সেই ডেট টা ঘোষণা করতে হবে।
লালগোলা কলেজের টিআইসি ডঃ অসীম কুমার মণ্ডল জানান, ৩ তারিখ কলেজের মিটিং রয়েছে । সেই মিটিং এই বিষয় এনিয়ে আলোচনা করা হবে। অনুষ্ঠানের দিন জানান হবে। কলেজ কতৃপক্ষের আশ্বাসে প্রায় এক ঘণ্টা পরে বিক্ষোভ উঠে যায়।