নিজস্ব প্রতিবেদন: করোনার চেন ভাঙতে রাজ্য সরকারের পক্ষ থেকে শুরু হয়েছে সাপ্তাহিক লকডাউন। সেপ্টেম্বর মাসের প্রথম সাপ্তাহিক লকডাউন সোমবার। এদিন সকাল থেকেই বিভিন্ন জায়গায় পাশাপাশি হরিহরপাড়া থানাতেও চলছে লকডাউন। সকাল থেকেই বিভিন্ন বাজার, মোড়ে মোড়ে চলছে পুলিশের নাকাচেকিং। কিছু পণ্যবাহী গাড়ি চলাচল করলেও রাস্তা ঘাট ছিল শুনশান। রাস্তায় অনেকে বেড়লেও পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পরতে হয়। অনেকের মুখে মাক্স না থাকায় তাদের সর্তক করা হয় এবং যারা লকডাউন অমান্য করে অপ্রয়োজনে বাইরে বেড়িয়েছে তাদের বাড়ির উদ্যেশ্যে ফিরিয়ে দেওয়া হয়। তবে বিভিন্ন বাজার এলাকায় পুলিশি টহল দেখা গেলেও একটু ভিতরের দিকে গেলেই চিত্রটা একেবারেই ভিন্ন দেখা যায়। সেখানে লকডাউন অমান্য করেই খোলা রয়েছে দোকানপাট।