নিজস্ব প্রতিবেদনঃ সাপ্তাহিক লকডাউনে সকাল থেকেই বহরমপুরের রাস্তায় কড়াকড়ি পুলিশের। একদিকে ডোঙা পাট, বাজার বন্ধ থাকলেও- কিছু কিছু এলাকায় রাস্তায় মানুষের আনাগোনা থাকে। টেক্সটাইল মোড় থেকে শুরু করে ওল্ড কালেক্টরেট মোড়- বিভিন্ন মোড়ে মোড়েই পুলিশি টহল চলে। রাস্তায় বেরনো মানুষজনকে দার করিয়ে জিজ্ঞাসাবাদ করেন উচ্চ পদস্থ পুলিশ কর্তারা। কি কারনে লকডাউনের মধ্যে বাড়ির বাইরে বেড়িয়েছেন তার সঠিক কারণ জানতে চাওয়া হয়। জরুরি কাজ ছাড়া সদুত্তর দিতে না পারলে পথ আটকায় পুলিশ। লকডাউন বিধি ভেঙে রাস্তায় বেরনোয় বেশ ক জনকে আটক করে পুলিশ। সারা দিন ধরেই বহরমপুরের রাস্তায় একপ্রকার কড়া নজর থাকে পুলিশের।