নিজস্ব প্রতিবেদন: দেশ থেকে রাজ্য এবং জেলায় করোনা গ্রাফ ক্রমশ উরধমুখি। মুর্শিদাবাদ জেলার করোনা পরিস্থিতিও বেশ উদ্বেগজনক। সুস্থতার হারে স্বস্তি দিলেও করোনা জেলায় আক্রান্তের সংখ্যা প্রায় চার হাজারের কাছাকাছি। এই পরিস্থিতিতে দাঁড়িয়েও উদাসীনতার ছবি অনেক জায়গায়। করোনার শৃঙ্খল ভাঙতে একদিনের সম্পূর্ণ লকডাউনের আফটার এফেক্ট কিন্তু মারাত্মক। রাস্তা ঘাটে, দোকানে বাজারে ভিড়। কেউ সামাজিক দূরত্ব মানছেন, কেউ মানছেন না, কারও মুখে মাস্ক তো কারও মুখে নেই। আর যা নিয়ে চিন্তিত অনেকেই। এই উদাসীন মনোভাব নিয়ে আম জনতা কি বলছেন?
লকডাউনের পরেও আম জনতা কতটা সচেতন!
Published on: September 12, 2020















