মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ সোশাল মিডিয়ায় রিল ভিডিও বানানোর শখ ছিল। মায়ের কাছ থেকে শাড়ি নিয়ে ভিডিও তৈরি করতে চেয়েছিল মেয়ে । মা সেই শাড়ি কেড়ে নেওয়ার চরম পরিণতি ঘটাল সপ্তম শ্রেনীর ছাত্রী। বড়ঞা থানার পারশালিকা গ্রামের এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। মৃতের নাম ঋতু বাগদী। পরিবার সূত্রে জানা গিয়েছে নবম শ্রেনীতে পড়াশোনা করছিল ঋতু বাগদী।
সোশাল মিডিয়ায় ভিডিও বানানোর শখ ছিল তাঁর। শুক্রবার দুপুরে সোশাল মিডিয়ায় ভিডিও বানানোর জন্য বাক্স থেকে মায়ের কাপড় বের করে সে, তাঁর মা সেই কাপড় কেড়ে নেই এবং তাকে খেতে আসতে বলে। এরপরই তাঁর মা পাশের বাড়িতে জল আনতে যায়, কিছুক্ষন পর ফিরে এসে দেখে মেয়ে গোলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। তাকে উদ্ধার করে বড়ঞা গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। সামান্য কারনে চরম পরিণতি ঘটতে পারে তা বুঝে উঠতে পারছে না পরিবার।