মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ রামপুরহাট কান্ডের পর মুর্শিদাবাদ জেলাজুড়ে বোমা, বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারে তৎপর পুলিশ। শুক্রবার জেলায় ডোমকল, ইসলামপুর, বড়ঞা এবং খড়গ্রামে বেআইনী আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর শনিবার ফের হরিহরপাড়ায়, ফারাক্কা। রানিনগরে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। একই দিনে রানীনগরে পুলিশে অভিযানে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও তাজা বোমা।
গোপন সুত্রে খবর পেয়ে শনিবার রাত্রে রানিনগরের হারুডাঙ্গা এলাকায় তল্লাশি চালায় রানিনগর থানার পুলিশ। গ্রেফতার করা হয় প্রতাপ মণ্ডল নামে এক ব্যক্তিকে । তার কাছ থেকে উদ্ধার হয় তিনটি মাস্কেট, একটি ওয়ান শাটার এবং চার রাউন্ড গুলি । ধৃত ব্যক্তি ওই এলাকারই বাসিন্দা । অন্যদিকে এদিন রাত্রেই রানীনগরের নাজরানা এলাকার মাঠে কলাবাগান থেকে একটি ব্যাগ উদ্ধার হয় । সেই ব্যাগের মধ্যে ১০টি তাজা বোমা পায় পুলিশ। খবর দেওয়া হয় বোম্ব স্কোয়াডে ।