মামুন আব্দুল কায়েমঃ ডোমকলঃ গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও নিয়ে তুলকালাম রানীনগরের কালীনগর-১ পঞ্চায়েতে । গ্রামবাসীদের অভিযোগ, আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ গিয়েছে যোগ্যদের নাম। যাদের দোতলা তিনতল বাড়ি আবাস লিস্টে তাদের নাম রয়েছে বলে অভিযোগ।
মুর্শিদাবাদের রানীনগর-২ ব্লকের কালিনগর-১ গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর রানীনগর থানার পুলিশ পৌঁছে বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করে। গ্রামবাসীদের অভিযোগ, পঞ্চায়েত অফিস থেকে আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। কাঁচাবাড়িতে যারা বাস করেন তাদের নাম বাদ গিয়েছে বলে অভিযোগ। এমনকি কংগ্রেস এবং সিপিআইএম করার জন্যও অনেকের নাম বাদ দেওয়া হয়েছে বলে দাবি গ্রামবাসীদের । তৃণমূল নেতারা কাটমানি নিয়েছেন বলেও দাবি বিক্ষোভকারীদের। বিক্ষোভ মেটানোর চেষ্টা করছে পুলিশ।
রানিনগরে পঞ্চায়েত ঘিরে তুমুল বিক্ষোভ। আবাস নিয়ে অভিযোগ
Published By: Madhyabanga News |
Published On:
