রবিবার মুর্শিদাবাদে করোনায় মৃত্যু ১০ জনের Published By: Madhyabanga News | Published On: May 23, 2021 9:19 PM মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ২৩মেঃ রবিবার মুর্শিদাবাদে করোনায় মৃত্যু হল ১০ জনের। নতুন করে ১৭৫ জন সংক্রমিত হয়েছেন।রাজ্যে এদিন নতুন করে সংক্রমিত হয়েছেন ১৮,৪২২ জন। মৃত্যু হয়েছে ১৫৬ জনের।