নিজস্ব প্রতিবেদন: করোনা আবহে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। অথছ, স্কুলে ভর্তির জন্য চাই টি সি সার্টিফিকেট। কিন্তু তা হাতে না পেয়ে অবশেষে বিক্ষোভের পথে পড়ুয়ারা। পড়ুয়াদের সাথে সামিল অভিভাবকরাও। রঘুনাথগঞ্জ উচ্চতর বালিকা বিদ্যালয়ের গেটে তালা বন্ধ করে বিক্ষোভ অভিভাবক, পড়ুয়াদের। মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর ক্লাস ইলেভেনে ভর্তির জন্য স্কুল থেকে টিসি সার্টিফিকেট নেওয়ার জন্য 14-থেকে 15 জন ছাত্রী স্কুলের গেটের সামনে অবস্থান-বিক্ষোভ করে। মঙ্গলবার সকাল থেকেই তারা বিভিন্ন দপ্তরে আবেদন করেও কোন ফল না পেয়ে অবশেষে বিদ্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভে বসতে বাধ্য হয় বলেই জানাচ্ছে। অভিযোগ, প্রধান শিক্ষিকা তাদের কথায় কোনরকম কর্ণপাত করছেন না। ছাত্রীদের সাথে সামিল অভিভাবকরা।
অবস্থান বিক্ষোভ তুলতে ঘটনাস্থলে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। এরপর পুলিশের সাথে বচসা শুরু হয় বিক্ষোভকারীদের, যদিও এই বিষয়ে স্কুল কতৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।