তৃণমূল কংগ্রেসের পৌরভোটের প্রার্থী তালিকা ঘোষণা হতেই উত্তেজনা জঙ্গিপুরে। প্রার্থী তালিকায় নাম নেই জঙ্গিপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান, পৌর প্রশাসক মোজাহারুল ইসলামের। কেন প্রার্থী করা হয়নি মোজাহারুল ইসলামকে ? প্রশ্ন তুলে , মোজাহারুল ইসলামের নামে স্লোগান দিয়ে জঙ্গিপুরের রঘুনাথগঞ্জ লালগোলা রাজ্য সড়কে বিক্ষোভ দেখালেন স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশ। রাস্তা আটকে টায়ারে আগুন জ্বালান বিক্ষোভকারীরা। পুলিশ এসে সরিয়ে দেয় বিক্ষোভকারীদের।
“মোজাহারুল ইসলামকে প্রার্থী করতে হবে” , টায়ার জ্বালিয়ে বিক্ষোভ জঙ্গিপুরে
Published By: Madhyabanga News |
Published On: