নিজস্ব প্রতিবেদনঃ বিধ্বংসী আগুনে পুড়ল বাড়ি। মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া ও সুতিতে বিধ্বংসী অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। প্রথম ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে সাগরপাড়া থানার মহিষমারী আদিবাসীপাড়ায়। গভীর রাতে মশা মারার ধূপ থেকে আগুন লাগে বলেই অনুমান পরিবারের সদস্যদের। আগুনে পুড়ে ছাই হল প্রায় ১০টি বাড়ি। আগুনে সব হারিয়ে এখন খোলা আকাশের নিচে ঠাই নিয়েছে ৭টি পরিবার। দমকলে খবর দেওয়া হলেই রাস্তা ঠিক না থাকায় ঘটনাস্থলে পৌছতে পারেনি দমকল। স্থানীয়রা কোন রকমে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে প্রায় সব কিছুই ভস্মীভূত হয়ে যায়। সব হারিয়ে এখন খোলা আকাশের নিচে ঠাই হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির। স্থানীয়রা চাইছেন পরিবারগুলিকে বাঁচাতে এগিয়ে আসুক সরকার।
দ্বিতীয় ঘটনাটি ঘটেছে, জেলার অপর প্রান্তে সুতিতে। মঙ্গলবার ভর দুপুরে আগুন লাগে সুতির বাহগলপুর এলাকায়। আগুনে পুড়ল প্রায় ১০টি বাড়ি। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে রান্না করার সময় আগুন ছড়িয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটে সুতির বাহগলপুর এলাকায়। বাড়িতে মজুত করা পাটকাঠি থেকে সেই আগুন ছড়িয়ে পরে পাশের একের পর এক বাড়িতে। আগুনে পুড়ে ছাই হয় প্রায় ১০টি বাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌচ্ছায় দমকলের একটি ইঞ্জিনও। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভরদুপুরে এই অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।