মুর্শিদাবাদ জেলার বিভিন্ন পুরসভার আসন্ন পুরনির্বাচনে কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ করা হল প্রদেশ কংগ্রেস দপ্তর থেকে। সোমবার প্রাথমিকভাবে ৬ টি পৌরসভার প্রার্থী তালিকা ঘোষনা করা হয়। তবে বেশ কিছু আসন ফাঁকা রেখে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়। দ্রুত বাকি তালিকা প্রকাশ করা হবে।
কান্দী পৌরসভার ১৬ টি ওয়ার্ড, মুর্শিদাবাদ পৌরসভার ১৩ টি ওয়ার্ড, জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার ১৩ ট ওয়ার্ড , বেলডাঙ্গার ৮ টি ওয়ার্ড, জঙ্গিপুরের ১৪ টি ওয়ার্ড, ধূলিয়ানের ১৫ টি ওয়ার্ডের প্রার্থী ঘোষণা হয়েছে। জেলার অধিকাংশ আসনেই লড়বে কংগ্রেস।
কান্দিতে তালিকায় নাম আছে সাহিত্য প্রদীপ সিনহা, বাপ্পাদিত্য চক্রবর্তী, দৈপায়ন দত্ত , সংঘমিত্রা দাসের । জঙ্গিপুরে ভোটে লড়ছেন নাজিবুল সেখ, ঝুমা খাতুন, জাহাঙ্গির সেখ, মোহন মাহাতো মনোজ হালদার । ধূলিয়ানে তালিকায় নাম রয়েছে জিয়াউর রহমানের।
বিস্তারিত আসছে …………