মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ “অধীর গড়” মুর্শিদাবাদে শুরু কংগ্রেসের পদযাত্রা। দেশজুড়ে রাহুল গান্ধীর নেতৃত্বে চলছে ভারত জোড় পদযাত্রা। রাজ্যেও ‘ সাগর থেকে পাহাড়’ পদযাত্রা শুরু করেছেন অধীর চৌধুরী। এদিন মুর্শিদাবাদ জেলার রেজিনগরের লোকনাথপুরে শুরু হয় পদযাত্রা। এদিন নারকেলবাড়ি ঘাট, কামনগর হয়ে সাটুই বাজারে পৌঁছাবে পদযাত্রা। প্রায় ২২ কিলোমিটার পায়ে হেটে পদযাত্রা করবেন কংগ্রেস কর্মীরা।পঞ্চায়েত ভোটের আগে নিজের গড়ে পদযাত্রায় নেমে শক্তি বাড়ানো নিয়ে আশাবাদী কংগ্রেস শিবির।
পঞ্চায়েত ভোটের আগে এই পদযাত্রা থেকে নতুন করে কংগ্রেসের ব্র্যান্ডিং করতে চাইছেন অধীর। এদিন পদযাত্রার শুরু দিকে অন্তত সেরমই ইঙ্গিত মিলল। বিভিন্ন স্থানে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন কংগ্রেস কর্মী সমর্থক থেকে গ্রামের মানুষ। মিছিল থেকেই অধীর সারলেন জনসংযোগও। ভরসা দিলেন, আছে কংগ্রেস। ৮ তারিখ শুরু হওয়া পদযাত্রা ১৫ তারিখ ফারাক্কায় পৌঁছাবে।