মুর্শিদাবাদে নদী ভাঙন নিয়ে আন্দোলনের পথে জেলা বামফ্রন্ট

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব প্রতিবেদনঃ মুর্শিদাবাদ জেলায় ব্যাপক আকার ধারন করা নদী ভাঙন সমস্যা নিয়ে সোচ্চার মুর্শিদাবাদ জেলা বামফ্রন্ট। গঙ্গা পদ্মা নদীর ভাঙন প্রতিরোধে কেন্দ্র ও রাজ্য সরকারকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে, ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে- এই দাবিতে ইতিমধ্যেই বহরমপুরে সেচ দপ্তরের superintendent ইঞ্জিনিয়ারের কাছে দাবিও পেশ করা হয়েছে। মুর্শিদাবাদের সামসেরগঞ্জের নিমতিতা গ্রাম পঞ্চায়েতের ধুসুরিপাড়া, জালাদিপুর মৌজার শিবপুর, ধানঘড়া, পদ্মাতলা, কামালপুর গ্রামের ৩৫০ টি পরিবারের বসতবাড়ি সহ প্রায় ১৫ একর জমি নদীগর্ভে বিলীন হয়েছে। এছাড়াও বোগদাদনগর, প্রতাপগঞ্জ পঞ্চায়েত ও ধুলিয়ান পৌর এলাকাতেও ভাঙন অব্যাহত রয়েছে। জলঙ্গি থানা এলাকার সাহেবনগর, জলঙ্গি চোঁয়াপাড়া পঞ্চায়েতে ভাঙন লক্ষ্য করা যাচ্ছে। রানিনগর বামনাবাদেও নদী ভাঙন হচ্ছে। এছাড়াও জঙ্গিপুর ব্লকের কাশিয়াডাঙাগ্রাম পঞ্চায়েতের দিঘীরপাড় মৌজায় ভাঙনের প্রবণতা আছে। ফরাক্কা ব্লকেও ভাঙন চলছেই। ভাঙন সমস্যায় জর্জরিত মানুষজনের পুনর্বাসন ও সহায়তার জন্য সোমবার সন্ধ্যায় দলীয় অফিসে সাংবাদিক বৈঠক করেন জেলা বামফ্রন্ট নেতৃত্ব। সাংবাদিক বৈঠকে মুর্শিদাবাদ জেলা সিপিআইএম সম্পাদক নৃপেন চৌধুরী ভাঙন সমস্যা নিয়ে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ডাক দেন।