এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

মুর্শিদাবাদে নতুন এসপি সুরিন্দর সিং, এসডিপিও বদল জেলাজুড়ে

Published on: November 15, 2022

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ  কয়েক মাসের মধ্যেই হতে চলেছে রাজ্যে পঞ্চায়েত ভোট। তার আগেই বড় বদল হয়ে গেল পুলিশ প্রশাসনে। রাজ্যে বদল হচ্ছে  পাঁচ জেলার এসপি। মুর্শিদাবাদ পুলিশ জেলার SP বদলের নির্দেশ এসেছে সোমবার রাতে। জঙ্গিপুর, লালবাগের এডিশনাল এসপিদের ও বদলির নির্দেশ এসেছে।

এসডিপিও ফারাক্কা  হয়ে আসছেন রসপ্রীত সিংহ, আইপিএস। এসডিপিও ভগবানগোলা হচ্ছেন সমীর আহমেদ, আইপিএস। বেলডাঙ্গার এসডিপিও হচ্ছেন সন্দীপ গড়াই, আইপিএস।

কে শবরী রাজকুমার হাওড়ার ডিসি সেন্ট্রাল পদে বদলি হচ্ছেন। মুর্শিদাবাদ পুলিশ জেলার এসপি হয়ে আসছেন সুরিন্দর  সিং, আইপিএস। এর আগে আইবি’র এসএস ছিলেন এই আইপিএস অফিসার।

অ্যাডিশনাল এসপি লালবাগ হচ্ছেন অসীম খান, আইপিএস । এসডিপিও ফারাক্কা ছিলেন তিনি।

 

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now