মুর্শিদাবাদে তৃনমূল নেতা খুনে গ্রেফতার তৃনমূল মেম্বার সহ ৩

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ মুর্শিদাবাদে তৃনমূল নেতা খুনে এক তৃনমূল পঞ্চায়েত সদস্য সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে  মৃত্যু হয়  গুলিবিদ্ধ  তৃণমূল কংগ্রেস নেতা নেতার আলতাব  আলির । তিনি  নওদাপাড়া গোপীনাথপুর এমএসকের প্রধান শিক্ষক। রানিনগর ১ তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ।  মঙ্গলবার  সন্ধ্যায় মুর্শিদাবাদ থানার আজিমসরার কাছে গুলিবিদ্ধ হন। কালই  ছিল লোচনপুর পঞ্চায়েতে প্রধান নির্বাচন । সেই পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ছিলেন আলতাব । প্রধান গঠনের নির্বাচনে জয় হয় আলফাত ঘনিষ্টদেরই ।  সন্ধ্যায় ইসলামপুর থেকে মুর্শিদাবাদের  বাড়ি ফিরছিলেন বাইক চালিয়ে। বাইকে একাই ছিলেন তৃণমূল নেতা । সেই সময়েই গুলি করা হয় নেতাকে। গুলিবিদ্ধ অবস্থায় নিয়ে আসা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। হয় অস্ত্রপোচার। তবে শেষরক্ষা হল না। মৃত্যু হল ওই তৃণমূল নেতার। পঞ্চায়েত ভোটের আগে এই ঘটনায় কার্যত উত্তপ্ত জেলা। গ্রেফতার হয়েছে লোচনপুর গ্রাম পঞ্চায়েতের এক তৃনমূল কংগ্রেস মেম্বার। যদিও ঘটনায় কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছেন রানিনগরের বিধায়ক সৌমিক হোসেন। সৌমিকের দাবি, ওই মেম্বার কংগ্রেস নেতা আমিরুল ইসলাম বাপীর ঘনিষ্ট। রানিনগর ব্লক তৃণমূলের সভাপতি ছিলেন আমিরুল ইসলাম বাপী। পরে কংগ্রেসে যোগ দেন তিনি। যদিও এই বিষয়ে এখনও কংগ্রেসের কোন প্রতিক্রিয়া মেলেনি।