মুর্শিদাবাদে চাই ৫০০ বেডের কোভিড হাসপাতাল, প্রধানমন্ত্রীকে অধীর

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ২১মেঃ কোভিড মোকাবিলায় মুর্শিদাবাদ জেলায় ৫০০ বেডের ডিআরডিও কোভিড হাসপাতাল নির্মাণের আর্জি জানালেন বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে মেডিক্যাল অক্সিজেন কনসেনট্রেশন প্ল্যান্ট স্থাপনেরও অনুরোধ জানান সাংসদ। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে  চিঠি লেখেন অধীর । পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান অধীর চৌধুরী চান   এই দুই কাজের জন্য খরচ করা হোক  ‘পিএম কেয়ারস’ ফান্ডের টাকা ।

চিঠিতে অধীর লেখেন, মুর্শিদাবাদ রাজ্যের দরিদ্রতম জেলাগুলির মধ্যে অন্যতম। এখানকার অধিকাংশ মানুষ দিন আনা দিন খাওয়া এবং  দারিদ্রসীমার নীচে অবস্থান করেন। কোভিডের আবহে তারা আরো সংকটে  আছেন।

এই অবস্থার প্রেক্ষিতেই জেলায় করোনার রোগীদের জরুরী চিকিৎসার জন্য  ৫০০ বেডের হাসপাতাল নির্মাণের আর্জি জানান তিনি।  অধীর লেখেন,  প্রতিরক্ষা উন্নয়ন ও গবেষণা সংস্থা (ডিআরডিও) এই কাজে দক্ষ। অন্য রাজ্যে একাধিক হাসপাতালও তৈরি করেছে তারা। তবে এই চিঠির ভিত্তিতে কোন কাজ হয় কিনা, সেই দিকেই নজর রয়েছে জেলার মানুষের।