সোমবার থেকে রাজ্যের অন্যান্য জেলার মতো মুর্শিদাবাদেও শুরু হয়েছে পাড়ায় সমাধান । পৌরসভা ও গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় হচ্ছে পাড়ায় সমাধানের ক্যাম্প। ১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম দয়ায় পাড়ায় সমাধানে দরখাস্ত জমা নেওয়া হবে। পরিকাঠামো, রাস্তা ঘাট সহ সরকারি বিভিন্ন সুযোগ সুবিধার ব্যাপারে করা যাবে দরখাস্ত।
১৬ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে পাড়ায় সমাধানে আসা সমস্যাগুলি নিয়ে প্রজেক্ট তৈরি হবে। ১ মার্চ থেকে ১৫ মার্চের মধ্যে সময়ে ইম্পিলেনটেশন স্টেজ চলবে। এই সময় সমস্যা সমাধান করে ওয়ার্ক অর্ডার ইস্যু করা হবে, কাজের উদ্বোধন হবে।
মুর্শিদাবাদে চলছে পাড়ায় সমাধান Paray Samadhan
Published By: Madhyabanga News |
Published On:
