নিজস্ব প্রতিবেদন: একদিকে দল বদলের হিড়িক অব্যাহত, অন্যদিকে শাসক দলের কর্মসূচী নিয়ে সুর চরাচ্ছেন বিরোধীরা। মুর্শিদাবাদে শাসক দলের যোগদান কর্মসূচী নিয়ে সমালোচনার সূর কংগ্রেসিদের গলায়। করোনা আবহের মধ্যে দলবদলের হিড়িক অব্যাহত, স্বাস্থ্য বিধির তোয়াক্কা না করেই অবাধে চলছে যোগদান কর্মসূচী। এই অভিযোগে সরব হলেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেস নেতৃত্ব। শাসক তৃনমূল কংগ্রেস গোষ্ঠী কোন্দলকে ধামাচাপা দিতে জেলা জুড়ে যোগদানের নাটক করছে, প্রশান্ত কিশোরের নতুন ভোকাল টনিক এভাবেই পালন হচ্ছে, এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেস নেতৃত্ব। মঙ্গলবার দুপুরে বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে এই অভিযোগ করেন কংগ্রেস নেতা।
কংগ্রেসের এই অভিযোগের পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন তৃনমূল নেতা। তার কটাক্ষ, নতুন বাংলা গড়ার আহ্বানে জেলা জুড়ে বহু যুবক যুবতীরা এগিয়ে আসছেন যা দেখে কংগ্রেসিদের গায়ে জ্বালা ধরেছে।