মাধ্যমিক পরীক্ষায় নকল রুখতে এবং প্রশ্নপত্র ফাঁস আটকাতে পরীক্ষা শুরুর আগে থেকেই ‘স্পর্শকাতর’ এলাকায় বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা।
সরকারি সূত্রে জানা গিয়েছে, ৭ মার্চ থেকে ৯ মার্চ, ১১ থেকে ১২ মার্চ এবং ১৪ থেকে ১৬ মার্চ সকাল ১১টা থেকে ৩টে ১৫ মিনিট পর্যন্ত নির্দিষ্ট এলাকায় বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা ।
দেখে নিন মুর্শিদাবাদের কোথায় কোথায় বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। ডোমকল- পিন ৭৪২৩০৩, জলঙ্গী- পিন- ৭৪২৩০৫,৭৪২৩০৩; ফারাক্কা – পিন- ৭৪২২১২, ৭১২২৩৬; কান্দি-পিন: ৭৪২১৩৭, ৭৪২১৩৮; সামসেরগঞ্জ- পিন: ৭৪২২০২, ৭৪২২২৪; শক্তিপুর- পিন: ৭৪২১৬৩, বেলডাঙ্গা-পিন ৭৪২১৩৩, সাগরদিঘী পিন- ৭৪২২২৬। এই ব্লক- থানা এলাকায় নির্দিষ্ট সময় বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা।