মায়ের বকা খেয়ে অভিমানে আত্মঘাতী হল ছেলে! ডোমকলের মামুদপুরের ঘটনা। পরিবারের দাবি, ছোট থেকেই পায়রা পোষার শখ ছিল কিশোরের। শনিবার সকালে এই পায়রা নিয়েই বকাবকি করেন মা। এরপরেই ঘরে ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে কিশোর ।
পরিবারের সদস্যরা ডাকাডাকি করে সারা না পেয়ে দেখেন ঘরের ভেতর ঝুলন্ত দেহ। দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই কিশোরকে মৃত বলে জানান। খবর পেয়ে ডোমকল থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় । জানা যায়, কিশোরের বাবা ভিন রাজ্যে কাজ করেন। বাড়িতে সন্তানদের দায়িত্ব ছিল মায়ের ওপরেই। শাসন করায় এমন কাণ্ড ঘটাবে ছেলে! হতবাক আত্মীয়রা। কিশোরের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার।