মামারবাড়ি বাড়াতে এসে নির্মিয়মাণ চেম্বারে পড়ে মৃত্যু হল এক শিশুর । ঘটনাটি ঘটেছে কান্দি থানার শিমুলিয়া চিক গ্রামে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে শুক্রবার নির্মীয়মান ওই পায়খানার চেম্বারে অসাবধানবশত পড়ে মৃত্যু হয় সূর্য ভুইমালি নামে পাঁচ বছর বয়সী এক শিশু।
ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায় খড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ মর্গে পাঠায়। ঘটনায় শোকের ছায়া গ্রামে।
মামারবাড়ি এসে মর্মান্তিক পরিণতি ! ৫ বছরের শিশুর দেহ নির্মিয়মাণ চেম্বারে !
Published By: Madhyabanga News |
Published On: