এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

মহিলা এসআই’কে মারধর করেও ঘুরে বেড়াচ্ছে ওরা ! প্রতিবাদ শিক্ষকদের

Published on: January 9, 2023

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ  বিডিও অফিসের মিটিং রুমের মধ্যেই শিক্ষা দপ্তরের স্পোর্টস কমিটির মিটিংয়ে ধূলিয়ান চক্রের স্কুল ইন্সপেক্টর হোসনেয়ারা খাতুনকে শারীরিক হেনস্থা ও আক্রমন করার প্রতিবাদে বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন ধুলিয়ানের শিক্ষকরা । সোমবার দুপুর নাগাদ সামসেরগঞ্জ এস.আই অফিস থেকে শিক্ষকদের মিছিল বের হয়। তাঁরা বিডিও অফিসে পরিক্রমা করেন মাইকিং করে বক্তব্যও পেশ করেন।
সামসেরগঞ্জ ব্লক অফিসে স্পোর্টস কমিটির মিটিং চলাকালীন ধূলিয়ান সার্কেলের স্কুল ইন্সপেক্টর হোসনেয়ারা খাতুনকে শারীরিক হেনস্থা, মারধর করার অভিযোগ উঠেছিল তৃণমূল নেতা নেত্রীদের বিরুদ্ধে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবিও জানিয়েছেন আক্রান্ত এস.আই। এদিন মিছিল থেকে এই ঘটনাকে ধিক্কার জানান এ বি টি এ জেলা সভাপতি জুলফিকার আলি । এস.আই কে শারীরিক হেনস্থার যে কুপ্রভাব ছাত্র ছাত্রীদের মধ্যে পড়বে তা নিয়ে বলেন ও দোষীদের গ্রেফতারের দাবি করেন তিনি। সোমবার এস আই অফিস থেকে প্রায় দেড়শোর বেশি শিক্ষক শিক্ষিকা দোষীদের অতি সত্ত্বর গ্রেফতারের দাবি জানিয়ে ধিক্কার মিছিল করে বিডিও অফিস পরিক্রমা করেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now