মহালয়ার সকালে তর্পণ রঘুনাথঞ্জের সদর ঘাটে

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব প্রতিবেদন: আজ মহালয়া। পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। বৃহস্পতিবার সকাল থেকেই গঙ্গার ঘাটে ঘাটে তর্পণের ছবি। যে ছবি উঠে এলো রঘুনাথগঞ্জের সদর ঘাটেও। করোনা আবহে বিধিনিষেধ মেনে চলার ক্ষেত্রেও সতর্কতা থাকে প্রশাসনের। তবে প্রতি বছরের চিরাচরিত ছবির সঙ্গে চলতি বছরে তর্পণের ছবির অনেকটাই পার্থক্য দেখা গেল। সদর ঘাটে দুর দূরান্ত থেকে মানুষজন আসতেন, পার্শ্ববর্তি বীরভূম, বিহার থেকেও জনসমাগম হতো। তবে এবার করোনা আবহে সেই সমাগম নেই। মহালয়ার সকালে পিতৃপুরুষদের উদ্দ্যেশ্যে তর্পণ করতে গঙ্গার ঘাটে এলেন স্থানিয়রাই। এবছর মহালয়ার এক মাস পরে দুর্গাপুজো। যদিও মহালয়ার রীতি রেওয়াজ আনন্দ থাকে একই।

মহালয়া তার সাথেই বিশ্বকর্মা পুজো – দুই উৎসবের আনন্দে প্রত্যেকেই করোনা মুক্তির প্রার্থনা করলেন। দেবীপক্ষের সূচনায় পিতৃ পুরুষদের স্মরণ করে প্রার্থনায় মগ্ন আপামর বাঙালি।