মামুন আব্দুল কায়েমঃ ভোর রাতে অগ্নিকান্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে। হাসপাতালের চার তলায় একটি ওয়ার্ডে প্যানেল বক্সে আগুন লাগে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ইলেকট্রিক শর্ট শার্কিটের ফলেই চার তলার বিল্ডিং’এ প্যানেল বক্সে আগুন লাগে। চারতলার একটি ওয়ার্ড ধোঁয়ায় ঢেকে যায়। তাতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ছুটে আসেন হাপাতালের কর্মীরা। তারাই প্যানেল বক্সের ইলেক্ট্রিক সংযোগ বিচ্ছিন্ন করে আগুন নিভিয়ে ফেলেন । খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। যদিও তা কাজে লাগেনি। তবে ঘটনায় রোগীদের কোনো ক্ষমায়ক্ষতির খবর পাওয়া যায়নি।