রেজিনগরে জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হল ডাম্পারের এক খালাসির। মঙ্গলবার ভোরে রেজিনগরের লোকনাথপুর এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মারে একটি ডাম্পার।স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন বহরমপুর থেকে কলকাতার দিকে যাচ্ছিল ডাম্পারটি, পথে লোকনাথপুর এলাকায় দাড়িতে থাকা ট্রাকে ধাক্কা মারে। মৃত্যু হয় ডাম্পারের খালাসি মিজানুর রহমানের।
গুরুতর জখম হন চালকও। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃত মিজানুর রহমান খড়গ্রামের বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর।