কল থেকে জল নেওয়া নিয়ে ঝামেলায় একে ওপরের বিরুদ্ধে অভিযোগে সরব তৃণমূল ও কংগ্রেস। কান্দি পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া এলাকার ঘটনা। ঘটনায় দু পক্ষের মোট ৪ জন আহত হয়ে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি।
কান্দি মহকুমা কংগ্রেসের সভাপতি তথা কান্দির প্রাক্তন বিধায়ক আলম খান এই ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ করেন। যদিও অভিযোগ অস্বীকার করে কংগ্রেসের বিরুদ্ধে পাল্টা উত্তেজনা সৃষ্টির অভিযোগ এনেছেন সদ্য জয়ী কাউন্সিলার রহমত সেখ ।
গোটা ঘটনায় এলাকায় চাপানউতোর। হাসপাতালে ঘটনার তদন্তে কান্দি থানার পুলিশ।