২১ আসনের ধূলিয়ান পৌরসভা দখল করল তৃণমূল কংগ্রেস । ২৭ ফেব্রুয়ারি পৌরসভা নির্বাচনে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল ধূলিয়ান। দলের এক ঝাঁক নেতা দাঁড়িয়েছিলেন নির্দল প্রার্থী হিসেবে। কংগ্রেস প্রার্থীদের মদতও দিয়েছিলেন অনেকে। ফল বেড়োতে দেখা যায়, পৌরসভার ১১ টি ওয়ার্ড দখল করেছে তৃণমূল কংগ্রেস। কংগ্রেস জিতেছে ৭ টি ওয়ার্ড, নির্দল প্রার্থীরা জিতেছে ৩ টি ওয়ার্ডে।
২০১৫ র পুরসভা ভোটে ধুলিয়ান পুরসভায় ৮ টি আসন জয় করে কংগ্রেস। তৃণমূল পেয়েছিল ৬ টি। ২১ এর বিধানসভা ভোটের নিরিখেও তৃণমূল এগিয়ে ছিল ১৭ টি ওয়ার্ডে। তবে ১৭ টি ওয়ার্ডে লিড ধরে রাখতে পারে নি তৃণমূল কংগ্রেস।