একদিকে যখন পঞ্চায়েত ভোট নিয়ে চাপান উতোর রাজনৈতিক মহলে। তখন ভোটের প্রচারে ব্যস্ত প্রার্থী। বৃহস্পতিবার সাগরদিঘির বোখরা-১নং এলাকায় ভোটের প্রচার সারলেন ২০ নম্বর জেলা পরিষদের তৃনমূল কংগ্রেস প্রার্থী ইতি সাহা।
ভোটের দিন নিয়ে অনিশ্চয়তা সত্ত্বেও প্রচারে ব্যস্ত প্রার্থী
Published By: Madhyabanga News |
Published On: