মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ ভিন রাজ্যে কাজে গিয়ে জলে ডুবে মৃত্যু হল মুর্শিদাবাদের ডোমকলের এক পরিযায়ী শ্রমিকের। মৃত শ্রমিকের নাম আমিনুল ইসলাম। ঘটনায় শোকের ছায়া নেমে আসে ডোমকলের নওদাপাড়া গ্রামে।
পরিবার সুত্রে জানা গিয়েছে ১০ বছর ধরে ভিন রাজ্যের কাজ করতেন ডোমকলের নওদাপাড়া গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম। মাস খানেক আগে ফের কেরলে কাজে যান আমিনুল। শুক্রবার বন্ধুদের সাথে ক্যানেলে নেমে স্নান করতে গিয়ে তলিয়ে যান ওই যুবক। সন্ধ্যায় তাঁর মৃতদেহ উদ্ধার হয়।
শনিবার বাড়িতে খবর এসে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে পরিবারে।