মধ্যবঙ্গ ডিজিটাল ডেস্কঃ পরপর দুটি বাড়িতে আগুন লাগল রঘুনাথগঞ্জে। শুক্রবার ভর দুপুরে আগুন লাগে রঘুনাথগঞ্জ দুই নাম্বার ব্লকের তেঘরি অঞ্চলের পিরান পাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন দুপুরে একটি ফাকা বাড়ির দোলতায় আগুন লাগে। এরপর আগুন পাশের বাড়ির পাতকাটির গাঁদায় ছড়িয়ে পরে। স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগায়। প্রায় তিন ঘণ্টা পড়ে ঘটনাস্থলে পৌচ্ছায় দমকলের একটি ইঞ্জিন। যদিও ততক্ষণে আগুন নিয়ন্ত্রনে আসে। দমকল দেরীতে আসায় ক্ষোভ দেখান স্থানীয়রা।