Madhyabanga News : ভরতপুরে বুথভিত্তিক কর্মী সম্মলেন থেকে নাম না করে ব্লক সভাপতিকে হুমকি বিধায়ক হুমায়ুন কবীরের। এবার ব্লক সভাপতিকে প্রাক্তন করে দেওয়া হুমকি বিধায়কের। সোমবার মালিহাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বুথভিত্তিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করে আবারও বির্তকের শিরোনামে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। এদিন সভায় মালিহাটি অঞ্চলের দলীয় নেতৃত্ব উপস্থিত থাকলেও অনুস্পস্থিত ছিলেন ভরতপুর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মোস্তাফিজুর রহমান। যদিও বিধায়কের হুমকিকে পাত্তা দিতে নারাজ ব্লক তৃণমূল সভাপতি।
ভরতপুরে কর্মী সম্মেলনে ফের ব্লক সভাপতি ও বিধায়কের দ্বন্দ্ব প্রকাশ্যে
Published By: Madhyabanga News |
Published On:
