নিজস্ব সংবাদদাতা, ফারাক্কাঃ ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ। থরেথরে সাজানো বিয়ারের ক্যান। ১৪০ টি বিয়ারের ক্যান সহ বিহারের চার যুবককে গ্রেফতার করেছে ফারাক্কা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার রাত ৮টা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে ফারাক্কা থানার পুলিশ অভিযান চালায়। ফারাক্কার NTPC গোলা সংলগ্ন এলাকায় দুটি বাইক আটকায় পুলিশ । বাইকে রাখা ব্যাগ থেকে উদ্ধার হয় ১৪০ টি বিয়ারের ক্যান। ছিল না কোন বৈধ কাগজ । পুলিশ চার যুবককে গ্রেপ্তার করেছে। বাজেয়াপ্ত করা হয় বাইক। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে ধৃত চার যুবক বিহারের বাসিন্দা। এই মদ তাঁরা বিহারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর। রবিবার ধৃতদের জঙ্গিপুর আদালতে পাঠায় ফরাক্কা থানার পুলিশ।
ব্যাগ খুলতেই থরেথরে সাজানো বিয়ারের ক্যান ! বিহারের ৪ যুবক আটক ফারাক্কায়
Published By: Madhyabanga News |
Published On:
