বেলডাঙ্গা পৌরসভায় বামেদের জন্য সিট ছেড়েই আসন ঘোষণা করল কংগ্রেস। রবিবারই বেলডাঙ্গার তিন আসনে প্রার্থী ঘোষণা করে জেলা বামফ্রন্ট। সোমবার সকালে প্রকাশিত হয় কংগ্রেসের প্রার্থী তালিকা। বেলডাঙ্গার ১৪ টি ওয়ার্ডের মধ্যে আগেই ৩ আসনে প্রার্থী দিয়েছিল বামেরা। বামেদের তালিকায় ৪ নম্বর ওয়ার্ডে মোহন ছাজের , ১৩ নম্বর ওয়ার্ডে সুইটি দাস, ১৪ নম্বর ওয়ার্ডে চন্দন দাসের নাম ছিল। এবার কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশিত হতে দেখা যায় ১ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী হচ্ছেন আব্দুর রাজ্জাক সেখ । ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে বাম প্রার্থীদের জন্য ছাড়া হয়েছে। এছাড়াওঃ ৫ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী বাবলু দাস , ৬ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী সাগিনা খাতুন, ৭ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী কিশোর কুমার ভাস্কর, ৮ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী অভিজিৎ হালদার , ৯ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী আনারুল হক।
১০ নম্বর ওয়ার্ডে নাম ঘোষণা হয়নি, ১১ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী হচ্ছেন দেবাশিস ঘোষ , ১২ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী গাজলু সেখ।
১৩ ও ১৪ নম্বর ওয়ার্ড বাম প্রার্থীদের জন্য বরাদ্দ হয়েছে। কংগ্রেসের প্রার্থী ঘোষয়ায় কার্যত পূর্ণতা পেল বাম কংগ্রেস জোট। তবে জোটকে অবশ্য আমল দিতে রাজি নন তৃণমূল কংগ্রেস নেতারা। তৃণমূল কংগ্রেসের দাবি, তারাই সংখ্যাগরিষ্ঠতা পাবেন।
বেলডাঙ্গায় আসন রফা হলেও মুর্শিদাবাদের বাকি পৌরসভাগুলিতে অবশ্য রফাসূত্র মেলেনি। অন্যান্য পৌরসভায় বামেদের ঘোষিত অধিকাংশ আসনেই প্রার্থী দিয়েছে কংগ্রেস। একাই লড়তে চায় দুই পক্ষই ।
আগেই তৃণমূল প্রার্থী তালিকা প্রকাশ করেছে। তৃণমূলের প্রার্থী তালিকাঃ
মুর্শিদাবাদ বেলডাঙ্গা ১ জেনারেল তাহমিনা বিবি
মুর্শিদাবাদ বেলডাঙা ২ মহিলা মধুমিতা বিশ্বাস
মুর্শিদাবাদ বেলডাঙা 3 মহিলা অঞ্জনা চক্রবর্তী
মুর্শিদাবাদ বেলডাঙ্গা 4 জেনারেল হাসিবুর রহমান
মুর্শিদাবাদ বেলডাঙ্গা 5 জেনারেল বিশ্বনাথ মন্ডল
মুর্শিদাবাদ বেলডাঙ্গা 6 মহিলা আনোয়ারা বিবি
মুর্শিদাবাদ বেলডাঙা ৭ জেনারেল দীন মহম্মদ শেখ
মুর্শিদাবাদ বেলডাঙা 8 এসসি অর্ক দাস
মুর্শিদাবাদ বেলডাঙ্গা 9 জেনারেল বরকত শেখ
মুর্শিদাবাদ বেলডাঙ্গা 10 মহিলা অনুরাধা হাজরা ব্যানার্জি
মুর্শিদাবাদ বেলডাঙ্গা 11 জেনারেল প্রণব কুমার সিংহ
মুর্শিদাবাদ বেলডাঙ্গা 12 জেনারেল আবু সুফিয়ান মন্ডল
মুর্শিদাবাদ বেলডাঙ্গা 13 মহিলা শিলা ঘোষ
মুর্শিদাবাদ বেলডাঙ্গা 14 জেনারেল উত্তম কুমার ঘোষ