মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ জমিতে বাঁধ দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের গন্ডগোল কেড়ে নিল প্রাণ। বেলডাঙ্গা থানার পুলিন্দার ঘটনা। জমি বিবাদের জেরে দুই শরিকের বিবাদে মৃত্যু হয়েছে এক জনের । ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ ওঠে । ঘটনায় মৃত্যু হয়েছে মানজারুল হক নামে এক ব্যক্তির। গুরুতর আহত অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি তিনজন। গোটা ঘটনায় কার্যত শোকের ছায়া মৃত ও আহতদের পরিবার জুড়ে।