বিহার থেকে বহরমপুর হয় ডোমকল যাচ্ছিল আগ্নেয়াস্ত্র। হাতবদল হচ্ছি, বহরমপুরের কদবেলতলা একালায়।খবর ছিল পুলিশের কাছে। বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ মুর্শিদাবাদ পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ এবং বহরমপুর থানার পুলিশের বিশেষ বাহিনীর অপারেশন চলে।
বাজেয়াপ্ত হয়েছে ৭ টি সেভেন এম এম পিস্তল, ১৪ টি ম্যাগাজিন এবং ৩২ রাউন্ড গুলি। গ্রেফতার হয়েছেন জলঙ্গীর দুই বাসিন্দা। বৃহস্পতিবার রাতে গোপন সুত্রে খবর পেয়ে অভিযান চলে, গ্রেফতার করা হয় দু’জনকে। ধৃতদের নাম মান্নান সেখ ও মুরসেলিম মণ্ডল। শুক্রবার বহরমপুরে সাংবাদিক বৈঠক করেন মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার কে শবরী রাজকুমার। জানুয়ারিতেও একই রকম অভিযানে চালিয়ে আগ্নেয়াস্ত্র আটক পরে পুলিশ।
এবারে বিহার থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে এসে পৌঁছে দেওয়া হচ্ছিল ডোমকলে। দুই মাসে ৪২ টি আগ্নেয়াস্ত্র আটক করেছে মুর্শিদাবাদ জেলা পুলিশ। ২০২১ সালে ১৯৮ টি আগ্নেয়াস্ত্র আটক করেছিল মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ। পুলিশ সুপার জানান, অস্ত্র পাচার চক্রের পেছনে কারা আছেন সেই বিষয়ে তদন্ত চলছে।