বিশ্ব হেরিটেজ দিবস উপলক্ষে বিশেষ পদযাত্রা ঐতিহাসিক শহর লালবাগে। মুর্শিদাবাদ হেরিটেজ অ্যান্ড কালচারাল ডেভলপমেন্ত সোসাইটির উদ্যোগে এবং ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষনের সহযোগিতায় জেলার ঐতিহ্য রক্ষার দাবীতে বুধবার পদযাত্রায় সামিল হলেন সকল স্তরের মানুষজন।
প্রতি বছর ১৮ ই এপ্রিল বিশ্ব জুড়ে পালিত হয় বিশ্ব হেরিটেজ দিবস। বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন, স্থাপত্য, সৃষ্টি ও সংস্কৃতিকে বজায় রাখতে প্রত্যেক মানুষকে আরও একবার সচেতন করা। বুধবার
বুধবার বিশ্ব হেরিটেজ দিবস উপলক্ষে মুর্শিদাবাদের ঐতিহ্য রক্ষার দাবীতে এক পদযাত্রার আয়োজন করা হল মুর্শিদাবাদ হেরিটেজ অ্যান্ড কালচারাল ডেভলপমেন্ত সোসাইটির উদ্যোগে এবং ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষনের সহযোগিতায়। বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন, বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই পদযাত্রা। ঐতিহাসিক শহর লালবাগে স্কুল পড়ুয়া, শিক্ষক থেকে উদ্যোক্তা, বুদ্ধিজীবী মহল থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব, এলাকাবাসী সকলেই একত্রিত হয়ে বর্ণাঢ্য পদযাত্রায় সামিল হলেন।