বিশ্ব টয়োলেট দিবসের শপথ মুর্শিদাবাদের একজন মানুষও যাতে উন্মুক্ত স্থানে শৌচকর্ম না করেন

Published By: Madhyabanga News | Published On:

     রিয়া সেন : ১৯ শে নভেম্বর –বিশ্ব টয়োলেট দিবসে  এক রিপোর্টে প্রকাশিত হয়েছে একেবারে প্রাথমিক স্তরের টয়লেট সুবিধা নেই এরকম লোকের সংখ্যা ভারতে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। ওয়াটা এইড নামে একটি সংস্থা তাদের  ‘পৃথিবীর টয়লেটের অবস্থা’ শীর্ষক এক রিপোর্টে বলেছে ভারতে ৭০ কোটি লোক এখনও প্রকাশ্যে বা অনিরাপদ টয়লেটে মলমূত্র ত্যাগ করে। সারা ভারতের পরিপেক্ষিতে  প্রকাশ্যে টয়লেট করেন এমন মানুষের সংখার নিরিখে মুর্শিদাবাদ সামনের সারিতে । বিশ্ব টয়লেট দিবসে এই অবস্থার পরিবর্তনের জন্য মুর্শিদাবাদের আট থেকে আশি বহু মানুষ পথে নামলেন । ফরাক্কা থেকে রেজিনগর ,জলঙ্গী থেকে সালার পথে আধিকারিক থেকে সাধারণ মানুষ, ছাত্র ছাত্রী থেকে স্বেচ্ছাসেবীরা দিনভোর মানুষকে সচেতন করতে নিলেন একগুচ্ছ কর্মসূচী। লক্ষ একটাই আগামী ৩১ শে ডিসেম্বরের মধ্যে নির্মল মুর্শিদাবাদ গড়ে তোলা। মুর্শিদাবাদের একজন মানুষও যাতে উন্মুক্ত স্থানে শৌচকর্ম না করেন এই বার্তাকে বাস্তবায়িত করা।