এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

বিরল প্রজাতির কচ্ছপ কিনে, বনদপ্তরের হাতে তুলে দিলেন রানিতলার পিন্টু!

Published on: March 13, 2023

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দিল রানিতলা থানার যুবক পিন্টু ঘোষ। রবিবার বিকেলে রানিতলা থানার জাফরাবাদের বাসিন্দা পিন্টু ঘোষ সেখপাড়া এলাকায় কাজে যায়। ফেরার পথে রাস্তায় দেখেন এলাকার মানুষের জটলা। সেখানে বিক্রি হচ্ছিল এই কচ্ছপটি। পেশায় ব্যবসায়ী পিন্টু ঘোষ বিরল প্রজাতির কচ্ছপটি কিনে বাড়ি নিয়ে যান। সোমবার সকালে তিনি নিজেই ফোন করে থানা ও বন দপ্তরের কর্মীদের জানান। বন দপ্তরের কর্মীরা এসে কচ্ছপটি তাঁর কাছ থেকে উদ্ধার করে নিয়ে যায়।

পিন্টু ঘোষ জানিয়েছেন, ” মানুষ যেন এই বিলুপ্তপ্রায় প্রাণীর মর্যাদা করতে পারে তাহলেই পরিবেশের ভারসাম্য বজায় থাকবে। ” সোমবার বনদপ্তরের কর্মীরা এসে এই কচ্ছপটিকে পিন্টু ঘোষের থেকে উদ্ধার করে নিয়ে যায়। বনদপ্তর তরফে জানানো হয়, এই কচ্ছপটিকে কোন বড় কোনও সুরক্ষিত জলাশয়ে ছেড়ে দেওয়া হবে। কচ্ছপটি উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেওয়ায় ওই যুবককে সাধুবাদ জানিয়েছেন বনদপ্তরের কর্মী ও এলাকাবাসীরাও।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now