নিজস্ব সংবাদদাতা, শেখপাড়াঃ শেখপাড়ায় জনসভা থেকে বিজেপি, কংগ্রেসকে কার্যত একযোগে আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। এদিন শেখপাড়ায় সমাবেশ থেকে অভিষেক বলেন, ” বিজেপি ভাইরাস হলে ভ্যাকসিনের নাম তৃণমূল কংগ্রেস” । অভিষেকের অভিযোগ, একশো দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা আটকে রেখেছে কেন্দ্র। দাবি আদায়ে দিল্লি অভিযানের হুঁশিয়ারিও দিয়েছেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অভিযোগ, রাজ্যের দাবি নিয়ে সরব নয় কংগ্রেস, বামেরা।
সমাবেশ থেকে নাম করেই অভিষেক আক্রমণ করেছেন অধীর চৌধুরীকেও। অভিষেক প্রশ্ন তোলেন , ” মুর্শিদাবাদে কতো লোক ১০০ দিনের কাজে যুক্ত, তাঁদের টাকা বন্ধ করে দিয়েছে। কংগ্রেস একটা চিঠি পর্যন্ত লেখেছি একশ দিনের কাজ নিয়ে ? অধীর চৌধুরী বা কংগ্রেসের কোন নেতা একটা চিঠি প্রধানমন্ত্রীকে লেখেননি”।
অভিষেক বলেন, “সাগরদিঘি হওয়ার পর বিজেপি নতুন করে অক্সিজেন পেয়েছে”। অভিষেকের দাবি, তৃণমূল একমাত্র দল যে বিজেপি’র বিরুদ্ধে লড়তে পিছু পা হয় নি। এদিন বিরোধী দুনেতা শুভেন্দু অধিকারীকেও নিশানা করেন অভিষেক।