বহরমপুরে ১৩ নম্বর ওয়ার্ডের ৯১ ও ৯২ নম্বর বুথের বাইরে বিজেপি প্রার্থী অনির্বাণ বিশ্বাসকে মারধরের অভিযোগ উঠল । ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ। পুলিশকে লক্ষ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।
বিজেপি প্রার্থী অনির্বাণ বিশ্বাস জানান, বুথে পরিদর্শনে যাওয়ার পথে মহাকালী পাঠশালা স্কুলে ভোট কেন্দ্রে গেলে সেখানেই পুলিশের বাঁধার মুখে পরেন। অভিযোগ, এরপরেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন। কোনরকমে পালিয়ে যান।
তৃণমূলের পক্ষে কোন প্রতিক্রিয়া মেলেনি।