মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ ছোট্ট নাচের ভিডিও। সেই ভিডিও হয়ে উঠেছে বহরমপুরের রাজনীতিতে চর্চার বিষয়। ভাইরাল হয়েছে একটি ভিডিও। যে ভিডিওতে বহরমপুর ৩ নম্বর ওয়ার্ডে কংগ্রেস কাউন্সিলার কানাই রায়ের পুত্র , যুব বিজেপি মুর্শিদাবাদ দক্ষিন সাংগঠনিক জেলার যুব মোর্চার জেলা সভাপতি কৌশিক রায়ের সাথে নাচতে দেখা যাচ্ছে বহরমপুর পৌরসভার বিরোধী দলনেতা হীরু হালদার, কাউন্সিলার কানাই রায়, মুর্শিদাবাদ জেলা আই এন টি ইউ সি – র সাধারণ সম্পাদক ভাস্কর বাজপেয়ীকে।
একসাথে নাচের ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা । অস্বস্তিতে জেলা কংগ্রেস নেতৃত্ব এটাকে পারিবারিক অনুষ্ঠান বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস বলেন, পারিবারিক অনুষ্ঠানের ভিডিও নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে তৃণমূল।
এই ঘটনাকে রাজনৈতিক সৌজন্য বোধ বলে ব্যাখ্যা করেছেন বিজেপি নেত্রী অনামিকা ঘোষ । যদিও এই ভিডিওতে মুর্শিদাবাদে বিজেপি কংগ্রেস গোপন আঁতাত প্রকাশ্যে চলে এসেছে বলে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস নেতা অশোক দাস।