মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ গভীররাতে নিয়ন্ত্রণ হারিয়ে হুড়মুড়িয়ে রাস্তার পাশে দোকান ও বাড়িতে ঢুকে পড়ল বালি বোঝাই ট্রাক। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন পরিবারের সদস্যরা। যদিও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ হয়েছে দুটি দোকান সহ দুটি বাড়ি। সোমবার গভীর রাত্রে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে হরিহরপাড়া থানার চোয়া বাজার এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে গভীর রাত্রে বহরমপুর থেকে আমতলার দিকে যাওয়ার সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হাড়িয়ে চোঁয়া বাজার এলাকায় রাস্তার পাশে দুটি দোকান ও বাড়িতে ধাক্কা মারে। সেই সময় এই বাড়িতে ঘুমিয়ে ছিলেন পরিবারের সদস্যরা। যে ঘর ভেঙেছে সেই ঘরে ছিলেন না কেউ। পাশের ঘরেই ঘুমিয়ে ছিলেন পরিবারের সদস্যরা।
হরিহরপাড়া থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্থ গাড়িতে আটক করে। চালক ঘুমিয়ে পড়াতেই দুর্ঘটনা বলে অনুমান স্থানীয়দের। ঘটনার পর থেকেই পলাতক গাড়ি চালক ও খালাসি ।