মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ বাড়িতে ধাক্কা মারল রস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক। বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে ভাকুরি হরিহরপাড়া রাজ্য সড়কের কুমড়োদহ ঘাটের কাছে। রাস্তায় দাঁড়িয়ে ছিল সিমেন্ট বোঝাই একটি ট্রাক। ভাকুড়ি থেকে হরিহরপাড়ার গামী একটি বালি বোঝাই ট্রাক নিয়িন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা ট্রাকে। রাস্তার পাশে একটি বাড়িতে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে ট্রাকটি। অল্পের জন্য রক্ষা পান বাড়ির বাসিন্দারা।
ক্ষতিগ্রস্থ হয় বাড়ির নিচে দোকান ঘর। অল্পের জন্য রক্ষা পান পরিবারের সদস্যরা। ঘটনায় জখম হন বালি বোঝাই লরির চালক ও খালাসী।