অরাও চায় নিজের পায়ে দাড়াতে, ওদেরও স্বপ্ন প্রতিষ্ঠিত হওয়ার। সেই স্বপ্ন নিয়েই ওরা হাজির অন্য এক পরীক্ষায়। দল বেঁধে স্বয়ম্বর গোষ্ঠীর মহিলারা প্রশিক্ষণ নিচ্ছেন বিউটিশিয়ান কোর্সের। আগামী ৪৫ দিন ধরে এভাবেই প্রশিক্ষণ চলবে জানমহম্মদপুর- হিকমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির উদ্যোগে।