বাল্য বিবাহ রুখতে রাজ্যের পাশে ইউনিসেফ

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ, বহরমপুরঃ বাল্য বিবাহ রুখতে রাজ্য সরকারের পাশে দাঁড়িয়েছে ইউনিসেফ। বাল্য বিবাহ বন্ধের পাশাপাশি লিঙ্গ বৈষম্য ও লিঙ্গ ভিত্তিক হিংস্রতা আটকাতে এই যৌথ কর্মসূচি বলে সূত্রের দাবি। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার সেই সংক্রান্ত বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে বলে দু-তরফে জানানো হয়েছে। প্রসঙ্গত, ২০২২ সালের সেপ্টেম্বর মাস থেকে ইউনিসেফকে সঙ্গী করে পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ জীবিকা মিশন আনন্দধারা প্রকল্পের মাধ্যমে বাল্য বিবাহ ও শিশুদের অন্যান্য বঞ্চনা ঠেকাতে উদ্যোগী হয়েছে। রাজ্যের শিশুদের সুরক্ষার স্বার্থে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে শিশু বান্ধব সংঘ তৈরি করা হয়েছে। সচেতনামূলক প্রচারে জোর দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের অধিকর্তা বিভু গোয়েল এদিন বলেন, “ রাজ্যের বিভিন্ন দফতর ইউনিসেফের সঙ্গে যৌথভাবে কাজ করছে যাতে এই অপপ্রচারগুলি চিরতরে বন্ধ হয়ে যায়। সমাজের সকলের অংশগ্রহণ ছাড়া এই কাজের অগ্রগতি অসম্ভব। রাজ্যের বৃহৎ স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, তাদের পরিবার ও তাদের বর্ধিত পরিবারগুলির পাশাপাশি সম্প্রদায় ভিত্তিক পর্যবেক্ষণ ব্যবস্থা শিশু সুরক্ষা ও শিশু বিকাশের সমস্যাগুলির সাফল্যের মূল চাবিকাঠি।”