বহরমপুর আইটিআই কলেজে চলছে কারিগরি শিক্ষার প্রশিক্ষণ

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ বহরমপুরের আই টি আই গর্ভমেন্ট কলেজে শুরু হল কারিগরি প্রশিক্ষণ শিবির। উৎকর্ষ বাংলার তত্ত্বাবধানে এল এন্ড টি ‘র যৌথ উদ্যোগে চলছে ‘অন জব ট্রেনিং প্রসেস’ ট্রেনিং। এই ট্রেনিং চলবে আগামী দু’মাস। বার বেন্ডিং, স্টিল ফিক্সিং, মেসিনারি, কারপেন্টারী সহ বিভিন্ন বিষয়ে হাতে কলমে শিক্ষার ব্যবস্থা করা হয়েছে আইটিআই কলেজ ক্যাম্পাসে। উদ্যোক্তারা জানান, এই ট্রেনিং শেষ করার পরই এলএনটির পক্ষ থেকে প্লেসমেন্টেরও ব্যবস্থা থাকছে। ট্রেনিং চলাকালীন যাদের বাড়ি দূরে তারা হোস্টেলে থেকে পড়াশোনা করার সুবিধা পাবেন। ট্রেনিং শেষে থাকছে স্কলারশিপের সুবিধা। কারিগরি শিক্ষার এই প্রশিক্ষণ দেবে ‘কন্সট্রাকশন স্কিলস ডেভলপমেন্ট ইন্সটিটিউট’।

এদিনের অনুষ্ঠানে ইনস্টিটিউট ইনচার্জ দেবমাল্য চক্রবর্তী বলেন, জেলার বিভিন্ন প্রান্তের স্বল্প শিক্ষিত ও অন্যান্যদের কারিগরি শিক্ষা প্রদানের মাধ্যমে স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যেই এই প্রশিক্ষন শিবির। বহরমপুর গভর্নমেন্ট আইটিআই কলেজের প্রিন্সিপাল বিক্রম মুখার্জী, শ্রীরামপুর সি এস টি আই’এর প্রিন্সিপাল তুষার বাগচী, মুর্শিদাবাদ ইনস্টিটিউট অফ টেকনোলজি’র প্রিন্সিপাল দেবাশীষ মুখার্জি, বহরমপুর বিডিও অভিনন্দন ঘোষ সহ বিশিষ্টজনেরা এদিনের অনুষ্ঠানে কারিগরি প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন।এই প্রশিক্ষণ শিবিরে শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।