বহরমপুরে শুরু হল তৃতীয় বর্ষের ইন্টারন্যাশনাল আর্ট ফেয়ার

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ ডিজিটাল ডেস্কঃ বহরমপুরে শুরু হয়ে গেল প্যাপিলিও পেইন্টার্স এর তৃতীয় বর্ষের ইন্টারন্যাশনাল আর্ট ফেয়ার। বহরমপুর শক্তিমন্দির ক্লাবের মাঠে ১০ থেকে ১৪ ই ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ দিন ব্যাপি এই মেলায় জেলার শিল্পীদের পাশাপাশি অংশগ্রহণ করবেন বাংলাদেশ, ইতালি, জাপান, স্পেন, সাউথ আফ্রিকা সহ ৮ টি ভিন্ন দেশের শিল্পীরাও। শহর বহরমপুরে এত বড় আর্ট ফেয়ার আগে কখনও হয়নি বলেই জানাচ্ছেন উদ্যোগ্তারা।

এই আন্তর্জাতিক মেলায় দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় শতাধিক শিল্পীর কাজ প্রদর্শিত হচ্ছে। শহরের মানুষের কাছে এই মেলাকে মনোগ্রাহী করে তুলতে রয়েছে বিশেষ চমক। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথা রাজ্যের বিশিষ্টজনেরা। মশাল প্রজ্জ্বলন করে মেলা প্রাঙ্গনের ফিতে কেটে মেলার সূচনা করেন শিল্পীরা। মেলা প্রাঙ্গনে ঢুকেই দর্শকদের সামনে ক্যানভাসে ছবি আঁকেন তাঁরা। মেলার প্রথম দিনেই দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আগামী চার দিনেও বিশেষ চমক নিয়ে হাজির থাকবে প্যাপিলিও পেইন্টার্স।