শনিবার সকালে বহরমপুরে ভোটের প্রচারে পথে নামলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার সকালে পায়ে হেঁটে প্রচার করলেন শহরের একাধিক ওয়ার্ডে। এদিন ৯ এবং ১৬ নম্বর ওয়ার্ডে প্রচারে পা মেলান বিজেপি দক্ষিন সাংগঠনিক জেলা সভাপতি শাখারভ সরকার, ২৫ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী তথা বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র ওরফে কাঞ্চন মৈত্র। সঙ্গে ছিলেন অন্যান্য ওয়ার্ডের প্রার্থীরাও। প্রচারের মাঝেই বিষ্ণুপুর কালি বাড়িতে গিয়ে পুজোও দিলেন বিজেপি রাজ্য সভাপতি।
বহরমপুরে প্রচারে এসে সিএএ নিয়ে রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিলেন সুকান্ত মজুমদার। সুকান্ত বলেন, “ আজ না হয় কাল রাজ্য সরকারকে নিয়ে হোক বা রাজ্য সরকারকে এভোয়েড করে আমরা সিএএ লাগু করব” । সুকান্তের মন্তব্যে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। মুর্শিদাবাদে এসে কেন সিএএ নিয়ে সরব হচ্ছেন সুকান্ত ? প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস শিবিরও।